‘নারী ভোগের বস্তু নয়, সহযোদ্ধা এই চেতনা নিয়ে কাজ করতে হবে’

| আপডেট :  ৯ ডিসেম্বর ২০২১, ১২:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৯ ডিসেম্বর ২০২১, ১২:১৭ অপরাহ্ণ

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে নারী নির্যাতন বন্ধ এবং অধিকার আদায় করা যাবে না। নারীদের বিষয়ে মানুষের চিন্তা চেতনায় পার্থক্য আনতে হবে। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা এই চেতনা নিয়ে কাজ করতে হবে। এসময় তিনি বলেন, মেয়েরা পড়ালেখা শিখে চাকরি করবে, অর্থ উপার্জন করবে এটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ হয়েছে। নারীরা পুলিশ, সেনাবাহিনীতে চাকরি করছে। যুদ্ধ বিমান চালাচ্ছে। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করছে। নারীরা কোনো অংশে আর পুরুষদের চেয়ে পিছিয়ে নেই, বরং অনেক জায়গায় এগিয়ে আছে।

তিনি আরও জানান, প্রতিবন্ধীদের চাকরি দিলে যেন বিশেষ প্রণোদনা দেয়া হয়, বাজেটে সেই ব্যবস্থা রাখা হয়েছে। কারণ সরকার চায় প্রতিটি মানুষ এগিয়ে যাক। সে কারণে যাদের ঘর নেই তাদের ঘর তুলে দেয়া হচ্ছে। যার বাড়ি নেই তাকে জমিসহ ঘর দেয়া হচ্ছে।