বোমা আ’তঙ্কে ঢাকায় ফ্লাইটের জরুরি অবতরণ, চলছে তল্লাশি

| আপডেট :  ১ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ

বো’মা আ’তঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এমএইচ১৯৬ ফ্লাইটটি আজ রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বি’ষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বো’মা থাকতে পারে। এর পরপরই নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লা’শি শুরু করেছে।’ এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যা’টালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্ম’দ জিয়াউল হক বলেন, ‘আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’

এর আগে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে স’মস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানের গিয়ার কাজ না করায় পাইলটের দক্ষ’তায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে জরুরি

অবতরণ করতে সক্ষম হয়েছে।আজ বুধবার রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে স’মস্যার কারণে ৫০ মিনিট বিলম্বে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।