আমার বিষয়ে নেত্রীকে ভুল বুঝানো হয়েছে, আমি ফাঁসিতেও ঝুলতে রাজি

| আপডেট :  ২০ নভেম্বর ২০২১, ০১:৪৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ নভেম্বর ২০২১, ০১:৪৯ অপরাহ্ণ

আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য সদ্য ব’হিষ্কৃ’ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেছেন, আমি কোনো অন্যায় করিনি। আমি জনগণের জন্য কাজ করি।

সিটি করপোরেশনের উন্নয়নে আমি কাজ করি। সিটি করপোরেশন থেকে আমি কোনো ধরনের ভাতা নেইনি। তাই ২০১৩ সালের পর থেকে আমাকে হ’’ত্যা করতে আমার পেছনে কিছু লোক লেগে ছিল। তারাই আমার বি’ষয়গুলো নিয়ে ভু’ল ব্যাখ্যা করেছে।

তিনি বলেন, আমার বি’ষয়ে নেত্রীকে ভু’ল বোঝানো হয়েছে।আমার বক্তব্য নিয়ে মি’থ্যাচার করা হয়েছে। আমার অস্তিত্বে জড়িয়ে আছেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। এই মানুষগুলোর জন্য আমি ফাঁ’সিতে ঝুলতেও রাজি।

তিনি আরও বলেন, আমাকে ব’হিষ্কার করে মা’নসিকভাবে আ’ঘাত দেওয়া হয়েছে যা আমি ও আমার পরিবার মেনে নিতে পারছি না। আমি ব’হিষ্কারের বি’ষয়ে নেত্রীর কাছে রিভিউ করব। আমি পদ চাই না। আমি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকতে চাই।