সিঙ্গাপুরে সাকা চৌধুরীর বিলিয়ন ডলারের অর্থের সন্ধান

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২০, ০৫:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ণ

আবারও আলোচনায় উঠে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ২৪’ এর একটি অনুসন্ধানে জানা গেছে, সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে সাকা চৌধুরীর বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিদেশে অর্থ পাচারের বিষয়টি আলোচিত হওয়ার পরই এ বিষয়ে অনুসন্ধান শুরু করে বেসরকারি এই টিভি চ্যানেলটি। আর অর্থপাচারকারীদের তালিকা খুঁজতে গিয়েই বেরিয়ে আসে থলের বিড়াল। অনুসন্ধানের একপর্যায়ে জানতে পারে জীবদ্দশায় সাকাো চৌধুরী সিঙ্গাপুরে পাচার করেছিলেন এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ যা এখন রয়েছে সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে।

তবে সাকা চৌধুরীর পরিবার এ অর্থ দাবি না করায় বর্তমানে অর্থ ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে বাংলাদেশের। এ বিষয়ে দুদক আইনজীবী খুরশীদ আলম খান জানান, ইতোমধ্যে পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার কিন্তু অর্থ ফিরিয়ে আনার এই আইনি প্রক্রিয়াটি বেশ দীর্ঘ।

এছাড়া, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন বলেন, বিদেশে পাচার করা সব টাকাই ফেরত আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।