যে কারণে বন্ধ হতে পারে আজ অনেকের ফেসবুক

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২১, ০১:৩০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২১, ১২:০৬ অপরাহ্ণ

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে বন্ধ হয়ে যেতে পারে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক কর্তৃপক্ষের নির্দেশ মতো নিয়ম মেনে না চললে বা অ্যাকাউন্টে বিশেষ কোনো ত্রুটি ধরা পড়লেই বন্ধ করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ভুয়া নাম ব্যবহার করলে, অন্য কারও পরিচয়ে অ্যাকাউন্ট খুললে, অবৈধ কিছু পোস্ট করলে, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন করলে কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট ।

ফেসবুক ব্যবহারকারীদের বাড়তি নিরাপত্তার জন্য চালু করেছে ফেসবুক প্রোটেক্ট।ফেসবুকের ওয়েবসাইটে থেকে বলা হয়েছে,ফেসবুক প্রটেক্ট হচ্ছে এমন একটি নতুন ফিচার যা বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে পারে। এটি একটি ভলানটারি প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এ প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। এবার এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন ফিচারটি নিয়ে যা বলছে ফেসবুক
,আপনার অ্যাকাউন্টটি অনেকের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এজন্য আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। আপনার অ্যাকাউন্টের মতো সব অ্যাকাউন্টের রক্ষায় এই নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে ফেসবুক। পরে প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর মাধ্যমে ফেসবুক প্রটেক্ট পুরোপুরি চালু করা হবে।

এছাড়াও ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, তারা এরই মধ্যে লগইনের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। সবাইকে এ বার্তা পাঠাচ্ছে না ফেসবুক। যাদের আইডি মনে করা হচ্ছে কোনো ধরনের হুমকির মুখে পড়তে পারে তাদেরকেই এ ধরনের বার্তা পাঠানো হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে।