বাইডেনের নিজ মুখে হাদিস, ফেসবুকে ভাইরাল (ভিডিও)

| আপডেট :  ৬ নভেম্বর ২০২০, ০১:৫২ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ নভেম্বর ২০২০, ০১:৫০ অপরাহ্ণ

বর্তমানে সমগ্র বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর ২৬৪ ইলেকটোরাল ভোট নিয়ে বর্তমানে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

এখনও গণনা বাকি থাকা ৬ টি রাজ্যের একটিতে জয় পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন জো বাইডেন। আর এমন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জো বাইডেনের একটি হাদীস ভাইরাল হয়েছে, যেখানে তাকে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে শোনা গেছে:

“হযরত মোহাম্মদের একটি হাদীসে নির্দেশ করা হয়েছেঃ তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে। তা সম্ভব না হলে যেন মুখে প্রতিবাদ করে। যদি তাও সম্ভব না হয় তবে যেন মন থেকে ঘৃণা করে।”

এরপর বাইডেন বলেন, আমেরিকার অনেকেই এই দীক্ষা নিয়ে জীবনধারন করেন এবং যুক্তরাষ্ট্রের নীতির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ।

এসময় তিনি আরও বলেন, তাদের এমন একটি প্রশাসন ও এমন একজন প্রেসিডেন্ট প্রাপ্য যারা এসব উদ্যোগে তাদের সাথে কাজ করবে এবং তাদের সমর্থন করবে। বাইডেন জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হবার সৌভাগ্য হলে সবাই একসাথে মিলে ভুলকে ঠিক করতে এবং পৃথিবীকে আরো সুন্দর করতে কাজ করবেন।