অবশেষে ইসলামের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেন ম্যাক্রো

| আপডেট :  ৫ নভেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ নভেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ণ

কিছুদিন আগে মহানবী (সা.) কে অবমাননা করে বক্তব্য প্রদান করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মহানবী (সা.) কে ব্যঙ্গ করে শার্লি এবদোর প্রকাশ করা কার্টুনকে তিনি বাকস্বাধীনতা হিসেবে উল্লেখ করেছিলেন। এর জেরে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুসলিম দেশসমূহ। আর এর পরপরই ম্যাক্রো ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা সোমবার (২ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট আব্বাসের সাথে আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে কথোপকথনের সময় তিনি তার শ্রদ্ধার বিষয়টি প্রকাশ করেন।

সাক্ষাতের সময় আব্বাস বলেন, সবার উচিত ধর্ম ও ধর্মীয় প্রতীকের বিষয়ে সম্মান প্রদর্শন করা। এসময় তিনি মহানবী হযরত মোহাম্মাদ (স.) এবং সব নবী, ধর্মের বিষয়ে আক্রমণের বৈধতা না দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরত্ব প্রদান করেন।

এর প্রেক্ষিতে ম্যাক্রোঁ জানান, তিনি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কিছু বলতে চাননি। এছাড়া তিনি সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং ইসলাম ও ইসলামিক বিশ্বকে আলাদা চোখে দেখেন।