তৈরি হলো বিশ্বের প্রথম ভাসমান মসজিদ

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২০, ০৩:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২০, ০৩:৩৮ অপরাহ্ণ

সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে মালয়েশিয়ার। আর মসজিদের জন্য বিখ্যাত এই দেশটিতেই তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ভাসমান মসজিদ।

দৃষ্টিনন্দন এ মসজিদটি মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানা শহর থেকে চার কিলোমিটার দূরে কুয়াল ইবে নদীর তীরবর্তী ৫ হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে। মুসলিম মুসুল্লিদের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এ মসজিদটির নাম রাখা হয়েছে ‘সুলতানা জাহরা’।

খোলামেলা পরিবেশে গড়ে ওঠা এ মসজিদটির নির্মাণকাজ মূলত শুরু হয় ১৯৯৩ সালে এবং সমাপ্ত হয় ১৯৯৫ সালে। আর একই বছরের জুলাইয়ে তা মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে প্রয়াত সুলতান মাহমুদ আল – মুকতাফি বিল্লাহ শাহ মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেঝে ও দেয়ালে মার্বেল , চীনামাটির ফলক এবং মোজাইকের সুষম ব্যবহারে গড়ে তোলা এ মসজিদটিতে একসাথে প্রায় পাঁচ দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।