ডিসেম্বরের মধ্যেই যেভাবে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা

| আপডেট :  ৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ণ

বাংলা একাত্তর ডেস্কঃ আজ সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বর মাসের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, সশরীর পরীক্ষা হবে, তবে সিলেবাস সংক্ষিপ্ত করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম থেকে চতুর্থ শ্রেণির ক্লাস একদিন করে নেওয়া হবে, আর পঞ্চম শ্রেণির ক্লাস হবে ছয়দিন। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।’

কতগুলো বিষয় পরীক্ষা নেওয়া হবে- এমন প্রশ্নে তিনি বলেন, পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ৬টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে আনা হতে পারে।’

এর আগে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন, অক্টোবরে স্কুল খুলতে পারলে আমাদের প্রস্তুতি আছে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শুরুতেই সব শ্রেণির ক্লাস একসঙ্গে শুরু হবে না। ধাপে ধাপে ক্লাসগুলো শুরু হবে বলে জানা গেছে।

দীপু মনি বলেন, সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে- এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। সবাই শুরু থেকেই সপ্তাহে ছয় দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে সেটা হবে। তবে, এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থীরা প্রতিদিনই ক্লাস করবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকবার চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।