মা-ছেলেকে অ’পহরণ করে মু’ক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপিসহ ৪ জনকে ধরে পুলিশে দিল জনতা

| আপডেট :  ২৫ আগস্ট ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ণ

দিনাজপুরের চিরিববন্দরে মা-ছেলেকে অ’পহরণ করে মু’ক্তিপণ আদা’য়ের সময় পুলিশের অ’পরাধ ত’দন্ত বিভাগ (সিআইডি) রংপুর এএসপি শাহরিয়ার কবিরসহ ৪ জনকে আ’টক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আ’টককৃতদের মধ্যে একজন পুলিশের এসআই, কনস্টেবল ও মাইক্রোবাস চালক ছিলেন।

ঘটনাসুত্রে জানা গেছে, মা ও ছেলেকে অ’পহরণের পর মু’ক্তিপণ আদা’য়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে উঠে পা’লিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এসময় মাইক্রোবাসটি জ্যামে আ’টকা পড়লে স্থানীয় জনতা তাদেরকে ধরে ফে’লে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপারে রংপুরের পুলিশ সুপার জানান, আ’টককৃত এসআই ও কনস্টেবল ছুটিতে ছিলেন। তারা কিভাবে এই ঘটনার সঙ্গে জ’ড়িত হলেন তা এখনই বলা যাচ্ছে না। তাদেরকে আ’টক করা হয়েছে, জি’জ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।