ঘুমের মধ্যে খিচুড়ি খাওয়াতে গিয়ে চিরঘুমে শিশু

| আপডেট :  ১ জুলাই ২০২১, ০৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ জুলাই ২০২১, ০৪:৪৬ অপরাহ্ণ

প্রতিটি মানুষ মরণশীল। ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউ-ই। দুনিয়ার টাকা-পয়সা, ধন-সম্পদ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব্লÑসবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপাড়ে। তবে কিছু মৃত্যু মেনে নেওয়া যায়না।

নতুন খবর হচ্ছে, আদরের সন্তানকে ঘুমের মধ্যে তার জন্য রান্না করা খিচুড়ি খাওয়াচ্ছিল মা। কিন্তু বিধিবাম, হঠাৎ করেই খাদ্য শিশুটির খাদ্যনালিতে না গিয়ে শ্বাসনালিতে চলে যায়। অবস্থা বেগতিক দেখে দ্রুত শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে ঘটে।জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করে।

খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি শিশু মায়মুনার শ্বাসনালিতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা তাকে মৃত ঘোষণা করে।