আবারও ইসরায়েলের প্রতি সমর্থন দিলো ভারত

| আপডেট :  ২৯ মে ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৯ মে ২০২১, ০৪:৫১ পূর্বাহ্ণ

গাজায় দ’খলদার ই’সরায়েল এবং ফি’লিস্তিনের মধ্যে প্রায় ১১ দিন ধরে তুমুল ল’ড়াইয়ের পর যু’দ্ধবিরতি চলছে। র’ক্তক্’ষয়ী ওই সং’ঘাতের মূল্য দিতে হয়েছে নি’রীহ মা’নুষকে। এই সং’ঘাতে মা’নবাধিকার ল’ঙ্ঘনের অ’ভিযোগ উ’ঠেছে। তাই আন্তর্জাতিক সম্প্রদা’য়ের আহ্বানে সাড়া দিয়ে বি’ষয়টি ত’দন্ত করে দেখার জন্য বিশেষ কমিটি গঠনের ডাক দেয় জাতিসংঘের মা’নবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি)।

জেনেভায় অবস্থিত নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। মা’নবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে নয়টি দেশের।

ভোটদান থেকে বিরত থেকেছে ভারতসহ ১৪ দেশ। তবে ওই প্রস্তাবটি পাস হয়েছে। এবার গাজা ও জে’রুজালেমসহ বিভিন্ন স্থানে মা’নবাধিকার ল’ঙ্ঘন নিয়ে ত’দন্ত শুরু করতে চলেছে মা’নবাধিকার পরিষদ। তাৎপর্যপূর্ণভাবে, এই প্রস্তাবের জের ধরে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রসংঘের বি’বাদ প্রকাশ্যে এসেছে।

মা’নবাধিকার সংক্রান্ত প্রস্তাবের তীব্র নি’ন্দা করেছে ওয়াশিংটন। এই প্রস্তাবের বি’রোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও। তবে মা’নবাধিকার ল’ঙ্ঘনের বি’ষয়ে ত’দন্তের পক্ষে সায় দিয়ে প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। আর ভারতের পাশাপাশি ভোট দেয়া থেকে বিরত থেকেছে ফ্রান্স, ইতালি, জাপান, নেপাল নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ। সব মিলিয়ে ই’সরায়েল ও হামাসের দ্ব’ন্দ্বে পুরো বিশ্ব কার্যত দু’ভাগে ভাগ হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, মা’নবাধিকার পরিষদের প্রস্তাব ‘ই’সরায়েল বি’রোধী’ ও ‘লজ্জাজনক’ বলে অ’ভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জা’মিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, পরিষদের প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকে ই’সরায়েলের পক্ষেই মৌন সমর্থন জানিয়েছে ভারত।

কারণ বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে। তাই তেল আবিবকে আন্তর্জাতিক মঞ্চে আরও চা’পের মুখে ফেলতে চায় না নয়াদিল্লি। এই বি’ষয়ে মধ্যপন্থা নিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে দুই পক্ষের কাছেই শান্তি বজায় রাখার ডাক দেন। আলোচনার মধ্যমেই এই স’মস্যার সমাধান করার আহ্বান জানান তিনি।

ই’সরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জা’মিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হা’মলার ব্যাপারে ত’দন্ত কমিটি গঠনের লক্ষ্যে জাতিসংঘ মা’নবাধিকার পরিষদ যে প্রস্তাব পাস করেছে তা ‘লজ্জাজনক’। তিনি গাজায় ই’সরায়েলি সা’মরিক বাহিনীর আগ্রাসনকে ‌‘বৈধ ও আইনসম্মত’ বলেও দাবি করেছেন।

শুক্রবার একাধারে কয়েকটি টুইটে তিনি জাতিসংঘ মা’নবাধিকার পরিষদের প্রস্তাবকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে দাবি করেন, এই প্রস্তাব ই’সরায়েলের বি’রুদ্ধে অ’ভিযান চা’লিয়ে যেতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে উদ্বুদ্ধ করবে।