ব্যাটারিচালিত জিপ গাড়ি তৈরি করলেন ওয়ার্কশপ মিস্ত্রি

| আপডেট :  ২৯ মে ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৯ মে ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ণ

একটি গাড়ির ওয়ার্কশপে মিস্ত্রী হিসেবে কাজ করতেন মো. ফরিদ সিকদার। একসময় তার আগ্রহ তৈরি হয় ব্যাটারিচালিত গাড়ি তৈরির দিকে। আর সেই আগ্রহ থকেই প্রাতাষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও নিজের চেষ্টাতেই তৈরি করে ফেলেন ব্যাটারিচালিত জিপ গাড়ি।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।ব্যাটারিচালিত জিপ গাড়ি তৈরিকারী ফরিদের বাড়ি উপজেলার আগাগানা ইউনিয়নের আজগানা গ্রামে।ওয়ার্কশপ মিস্ত্রীর এমন কাজে অবাক হয়েছেন সমগ্র এলাকাবাশি। বর্তমানে তার তৈরি এ গাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসছেন।

এ বিষয়ে ফরিদ জানান, তার তৈরি জিপটি চার চাকা ও ছয় সিট বিশিষ্ট। এই জিপ গাড়ি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় সোয়া ২ লাখ টাকা। ব্যাটারি দিয়ে জিপটি প্রায় ৪০ কিলোমিটার চালানো সম্ভব।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, তারা ইতোমধ্যে বিষয়টি জেনেছেন। এটি একটি প্রশংসনীয় কাজ। প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে ফরিদকে সার্বিকভাবে সহযোগিতা দেওয়া হবে।