ইসরায়েল শর্ত পূরণ না করলে যুদ্ধবিরতি থাকবে না: হামাসের হুঁশিয়ারি

| আপডেট :  ২২ মে ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ণ

আল্লাহ যে আমাদের বিজয়ের জন্যে প্রস্তুত করছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচকায় অনেকেই। যারা দ্বীনের জন্যে জীবন বাজি লাগাতে চায়, নৈরাশ্যবা’দীরা তাদের পেছন থেকে টেনে ধরে রাখে। এরা আসলে মন-মগজে পাশ্চাত্যের গোলাম হয়ে গেছে।

নতুন খবর হচ্ছে, মিশরের মধ্যস্থতায় যু’দ্ধবিরতি ঘোষণা করেছে ই’সরায়েল। ফিলিস্তিনের পক্ষ থেকেও তা মেনে নেওয়া হয়েছে। তবে ই’সরায়েল শর্ত পূরণ না করলে এই যু’দ্ধবিরতি থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে হামাস। তারা যু’দ্ধবিরতির সেই শর্তও ঘোষণা করেছে।

বৃহস্পতিবার রাতে ই’সরায়েলের মন্ত্রিসভা গাজায় যু’দ্ধবিরতি প্রতিষ্ঠা করার বি’ষয়টি মেনে নিতে বা’ধ্য হয়। মন্ত্রিসভা বলেছে, তারা যু’দ্ধবিরতির ব্যাপারে ‘মিশরীয় প্রস্তাব’ মেনে নিয়েছে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা ঘোষণা করা হয়।

আরও পড়ুন=পুরান ঢাকার আ’দালত প্রাঙ্গণে অঝোরে কাঁদলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। নিজের সহকর্মী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জা’মিন না দিয়ে কা’রাগারে পাঠানোর পর আ’দালত

প্রাঙ্গণে শি’শুর মতো কাঁদতে দেখা যায় তাকে। চু’রি ও অফিসিয়াল সিক্রেটস আইনের মা’মলায় রোজিনাকে কা’রাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৮ মে) সকালে সাংবাদিক রোজিনাকে

আ’দালতে হাজির করে পাঁচদিনের রি’মান্ডের আবেদন করেন মা’মলার ত’দন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (ত’দন্ত) আরিফুর রহমান সরদার। অন্যদিকে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার