প্রবাসীর ঘরে স্ত্রী ও দুই স’ন্তানের লা’শ

| আপডেট :  ২১ মে ২০২১, ০৪:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ মে ২০২১, ০২:৪৯ অপরাহ্ণ

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে প্রবাসী নুর মোহাম্ম’দের বসতঘর থেকে তার স্ত্রী এবং দুই স’ন্তানের লা’শ উ’দ্ধার করেছে পুলিশ। স্বজনদের মাধ্যমে খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাদের লা’শ উ’দ্ধার করে। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বি’ষয়টি নিশ্চিত করেছেন।

নি’হতরা হলেন- নুর মোহাম্ম’দের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার ছেলে রাফি (১৩) এবং মেয়ে নুরি (১০ মাস)।
নুর মোহাম্ম’দের ছোটভাই আব্দুল খালেক বলেন, সারাদিন কোনো সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিলে নুর মোহাম্ম’দের রুমে তার স্ত্রী ও ছোট স’ন্তানকে দেখা যায়।

বি’ষয়টি তারা লামা থানাকে অবহিত করেন। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভে’ঙে লা’শগুলো উ’দ্ধার করেন।

লামা উপজে’লা চেয়ারম্যান, উপজে’লা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ শত শত লোকজন এ ম’র্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্ম’দের বাড়িতে ভিড় জমান।

সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ম’য়নাত’দন্তের জন্য লা’শ তিনটি বান্দরবান জে’লা সদর হাসপাতালে পাঠানো হবে।