‘টক অব দ্যা কান্ট্রি’ সেই রোজিনা মুচলেকা দিতে চেয়েছিলেন, ফাঁস হলো ভিডিও

| আপডেট :  ১৯ মে ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ মে ২০২১, ১২:৩৫ অপরাহ্ণ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স’চিবালয়ে স্বা’স্থ্য ম’ন্ত্রণালয়ের কর্মকর্তাদের হে’নস্তার শি’কার হন- এ খবর এখন টক অব দ্যা কান্ট্রি। তবে বি’ষয়টি নিয়ে শুরু থেকেই বি’রোধী মত জানিয়ে আসছে স্বা’স্থ্য ম’ন্ত্রণালয়। তার (রোজিনা ইসলাম) বি’রুদ্ধে দ’ণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অ’ভিযোগও আনা হয়েছে।

তবে দিনবদলবিডি.কমের নজরে আসা ভিডিওতে দেখা যাচ্ছে- স্বা’স্থ্য ম’ন্ত্রণালয়ের কোনো একটি কক্ষে সোফায় বসে আছেন রোজিনা ইসলাম। প্রশাসনের কোনো ব্যক্তি বলছেন- ‘আপনার পরিচয় আছে, আপনি যে কাজটা করছেন….।’

তখন রোজিনা ইসলাম বলেন, ‘আমি তো ভু’ল করছি, আমি তো বললাম। আমি মুসলেকা দিচ্ছি।’ তিনি আবারও বলেন- ‘আমি মুসলেকা দিয়ে দিচ্ছি।’
এ সময় প্রশাসনের আরেক নারী সদস্য বলেন, ‘আপনাকে তো কেউ চেনে না, আপনি কিসের মুসলেকা দেবেন।’

জিজ্ঞাসা করা প্রশাসনের ওই প্রথম ব্যক্তি আরো বলেন, ‘আপনার তো আইডেন্টিটি কার্ড আছে। কিন্তু আপনি আজকে যে কাজটা করেছেন সেটা আইনগত অ’পরাধ, সহজ কথা।’
তখন আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘যে কাজ করেছেন তার বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুসলেকা দিয়ে কোনো লাভ হবে না।’

তখন কোনো একটা বি’ষয় নিয়ে রোজিনাকে বলতে শোনা যায়, ‘না, আমি কিছু করতে পারবো না। আমি তো বলছিই।’
এদিকে, আজ বুধবার রোজিনার বি’রুদ্ধে করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মা’মলার ত’দন্তভার পুলিশের গো’য়েন্দা শাখায় (ডি’বি) হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে কারাব’ন্দী রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হে’নস্তাকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শা’স্তি চেয়েছেন সাংবাদিকনেতারা। তারা রোজিনা ইসলামের বি’রুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মা’মলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ও এর বাইরে বিভিন্ন সাংবাদিক সংগঠন আয়োজিত মা’নববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত সোমবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স’চিবালয়ে স্বা’স্থ্য ম’ন্ত্রণালয়ের কর্মকর্তাদের হে’নস্তার শি’কার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে পাঁচ ঘণ্টা আ’টকে রাখার পর শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং মা’মলা করা হয়। পরদিন গতকাল মঙ্গলবার আ’দালতে হাজির করার পর তাঁর রি’মান্ড নামঞ্জুর করে কাশিমপুর মহিলা কা’রাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।