আবারও বয়সে ছাড় পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা

| আপডেট :  ৪ মে ২০২১, ০১:৫৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ মে ২০২১, ০১:৫৫ অপরাহ্ণ

করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে আবারও বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে।

গণমাধ্যমকে মঙ্গলবার (৪ মে) প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে যেসব চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করবো। আমরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সেই সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেব। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

এসময় তিনি আরও জানান, যখন যে সময় বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীতে একই সময়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর ফলে যারা ওইসময়ে আবেদনের যোগ্য ছিলেন তারা এখনও চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং বয়সের কারণে ক্ষতিগ্রস্ত হবেন না।

প্রসঙ্গত, এর আগে গত বছর করোনা মহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়।