সিগারেট সংকট, বাজেটের আগেই বেড়ে গেল দাম

| আপডেট :  ২২ মে ২০২২, ১০:২৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ

অর্থনীতি: বাজেট উপস্থাপনার আগেই ব্যবসায়ীরা সিগারেটের দাম বৃদ্ধি করেছে। ফলে ধূমপায়ীদের বেশি দামে সিগারেট কিনতে হচ্ছে। প্রায় প্রতিটি সিগারেটের এক থেকে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। নগরীর বিভিন্ন খুচরা দোকানে ঘুরে এমন চিত্র মিলেছে।

আগে যে ডার্বি, হলিউড, রয়েল সিগারেট বিক্রি হতো ৫ টাকা করে, এখন সেগুলো বিক্রি হচ্ছে ৬ টাকায়। মালবোরো সিগারেট প্রতিপিস ১৫ টাকার জায়গায় ১৬-১৭ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা অভিযোগ করেছেন বাজারের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ সরবরাহ নেই সিগারেটের। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।

মিরপুরের একজন সিগারেট বিক্রেতা রবিউল ইসলাম জানান, হঠাৎ করেই সিগারেটের সরবরাহ কমে গিয়েছে তাই বাজারে সংকট সৃষ্টি হয়েছে।

খুচরা বাজারে সিগারেটের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্দ ধূমপায়ীরা। একজন সিগারেটের ভোক্তা আতাউর রহমান বলেন, বাজেটের পর সিগারেটের দাম বাড়বে এটি সবাই জানে। তাই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে।