মাত্র ৮৬ দিনেই হাফেজ ১২ বছরের শিশু

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২০, ০১:২২ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২০, ০১:২২ অপরাহ্ণ

কোরআানে হাফেজ হতে অনেকসময় কেটে যায় কয়েক বছর কিন্তু মাত্র ৮৬ দিনে কোরআনের হাফেজ হয়ে সকলকে অবাক করে দিয়েছে ১২ বছরের এক শিশু।

সিরাজগঞ্জ সদর উপজেলার এই বিস্ময় বালকের নাম মো. জাকারিয়া হুসাইন। সে জাকারিয়া উপজেলার সারটিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক সেলিম রেজার ছেলে এবং বেলকুচি উপজেলার তামাই কবরস্থান সংলগ্ন আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদ্রাসার ছাত্র।

জানা গেছে, এত অল্প বয়স এবং এত কম সময়ে হিফজুল কোরআন সম্পন্ন করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে তার সংবর্ধনার আয়োজন করেছে।

আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফজলার রহমান তালুকদার, রুহুল আমিন মন্টু, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলামসহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা প্রত্যাশা করেন, হাফেজ জাকারিয়া তার প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানে আলেম হবেন।