অস্ত্র হাতে তুলে নেয়ার হুমকি দিলেন ইশরাক

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২০, ০১:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২০, ০১:২৭ অপরাহ্ণ

সরকারের উদ্দেশ্যে এবার অস্ত্র হাতে তুলে নেয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ হুশিয়ারী দেন ইশরাক। ইশরাক বলেন সরকার বিরোধী বিক্ষোভে হামলা হলে তারাও চুপ করে থাকবেন না। হামলা ও নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “আপনারা অস্ত্র নিতে পারলে আমরাও অস্ত্র হাতে নিতে পারি।”

এসময় তিনি আরও বলেন, তাদের বাবারা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, প্রয়োজনে তারাও সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেবেন।

এদিকে একই কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন এবং আন্দোলন গড়ে ওঠার ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন।

প্রতিবাদ সভায় মাহমুদুর রহমান মান্নার এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার উপস্থিত ছিলেন।