৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় নামাজ পড়ে হৈচৈ ফেললেন যুবক, কা’টা লাগলেও বের হয়নি র’ক্ত

| আপডেট :  ২ মার্চ ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ মার্চ ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ণ

রাজশাহীর তানোরে খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়ে হৈচৈ ফেললেন আব্দুর রহিম (২৮) নামের এক যুবক।সোমবার (০১ মার্চ) বিকালে তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামে একটি ৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় নামাজ পড়ার এমন দৃশ্যে এলাকায় চা’ঞ্চল্যের সৃষ্টি হয়।রহিম বর্তমানে মোহনপুর উপজে’লার মৌগাছি এলাকায় বসবাস করছেন।

যুবকের নামাজ পড়ার এমন দৃশ্য দেখতে শত শত লোক ভিড় জমায়। নামাজ পড়ার পর বাংলাদেশের পতাকা উড়িয়ে শহীদদের সম্মানও জানান তিনি। এসময় উপস্থিত জনতাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। সবমিলিয়ে আধাঘণ্টা খেজুর গাছের উপরে তিনি বিভিন্ন খেলা দেখান।

কুঠিপাড়া গ্রামের সাগর আলী রুবেল, হাজী জালাল উদ্দীনসহ কয়েকজন বলেন, ‘খেজুর গাছে অনেক কা’টা আছে কিন্তু আব্দুর রহিমের গায়ে কোনো কা’টা লেগে র’ক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ অবস্থায় খেজুর গাছ থেকে নামেন তিনি’।

যুবক আব্দুর রহিম বলেন, ‘আল্লাহ ও’পর ভরসা করে জী’বনের ঝুঁ’কি নিয়ে খেজুর গাছের উপর খেলা দেখাই। আমার খেলা দেখে কেউ চাল, কেউ টাকা দেয়। যে যা দেন তা দিয়ে আমার সংসার চলে। আমার জন্মস্থান বগুড়ায়। বর্তমানে মোহনপুর উপজে’লার মৌগাছি এলাকায় বসবাস করছি’।