ভক্তদের পর এবার মাশরাফীকে বিসিবি’র দায়িত্বে দেখতে চান স্ত্রীও

| আপডেট :  ১২ জানুয়ারি ২০২১, ০৯:০১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ জানুয়ারি ২০২১, ০৯:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মাশরাফী অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে নেই তিনি। বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষেপেছেন ম্যাশ সমর্থকরা।

ফেসবুকে একজন লিখেছেন- ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি অনেক পুরনো হয়ে গেছে, এবার নবীনদেরকে সুযোগ দেওয়া হোক। সেই নবীনের যাত্রা সূচনা হোক মাশরাফী বিন মোর্ত্তজাকে দিয়ে।

এমতাবস্তায়, মাশরাফীপত্নী সুমনা হক সুমি তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন- ‘এই যুদ্ধের তুমি সৈনিক, তুমি সেনাপতি, তুমিই রাজা। শুধুমাত্র সৈনিক ভাবাটা বোকামি, ভুলটা তাদেরই’।

মাশরাফী তার স্ত্রীর পোস্টের কমেন্টে লিখেন- ‘আমি কি বলবো বুঝতে পারছি না। মানসিক শক্তি হয়তো তিন গুণ হলো। তবে হাঁ যুদ্ধ কখন শুরু হবে আর শেষ কোথায় সে সিদ্ধান্ত একমাত্র আমিই নিব’।