বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ঔষধি মাছ, দাম দুই লাখ টাকা!

| আপডেট :  ১৯ আগস্ট ২০২২, ০৮:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ আগস্ট ২০২২, ০৮:৩৯ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৯ কেজি ওজনের একটি ভোল মাছ। পরে মাছটি এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে।শুক্রবার ( ১৯ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রি হয়।

এর আগে গত ১৭ আগস্ট বরগুনা জেলার পাথরঘাটায় মাছ ব্যবসায়ী মাসুমের ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। কেজি প্রতি মাছটির মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা।

ইলিশ মাছ ধরা ট্রলার ‌‘এফবি আলাউদ্দিন’ এর মাঝি জাফর বলেন, সাগরে আবহাওয়া খারাপ থাকায় জালে ইলিশ ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় জাবা ভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি। কারণ এই মাছটির দাম অনেক।

ভোল মাছের ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা ভোল মাছের মণ ৫ লাখ টাকা। সেই হিসেবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ১ লাখ ৯০ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে পিরোজপুরের পারেরহাট নিয়ে সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশাকরি ৫০ হাজার টাকা লাভ করতে পারব।

বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় এর মূল্য এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এই মাছ কিনে নেয়।