বিয়ের আসর থেকে পালাল বর, জরিমানা দিলেন দুলাভাই

| আপডেট :  ১৮ আগস্ট ২০২২, ০১:০৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২২, ০১:০৯ অপরাহ্ণ

বাল্যবিবাহের আয়োজন করায় রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলায় এক কনের বাবাকে নয় হাজার টাকা জরিমানা, পাশাপাশি কন্যার মামা ও মামির কাছ থেকে বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নেন।। তবে পুলিশ এবং নির্বাহী কর্মকর্তাকে দেখে বিয়ের আসর থেকে বর ও তার আত্মীয়স্বজন পালিয়ে গেছে।

আমতলা আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের মিরাজ মল্লিকের বাড়িতে গিয়ে ১৩ বছর বয়সী ওই কিশোরীর বিয়ে বন্ধ করেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বাল্যবিয়ে বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়।

পরে বরের দুলাভাইকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কন্যার বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মামা-মামির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।