রাত ১১টায় বাসায় ঢোকেন ফের আড়াইটায় বের হন মামুন, সকালে জানান ‘আত্মহ’ত্যা’: দারোয়ান

| আপডেট :  ১৪ আগস্ট ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ আগস্ট ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ

নাটোরে কলেজছাত্র মামুনকে বিয়ে করা খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের ম’রদেহ উ’দ্ধারের পর এ ঘটনায় নানা বি’ষয় সামনে আসছে। রোববার (১৪ আগস্ট) তার লা’শ উ’দ্ধারের পর স্বামী মামুনকে আ’টক করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, ঘরে ঝু’লন্ত অবস্থায় ছিল খায়রুন নাহারের ঝু’লন্ত ম’রদেহ।

এটিকে পরিকল্পিত হ’’ত্যাকাণ্ড বলে দাবি করেছেন খাইরুন নাহারের চাচাতো ভাই সাবের হোসেন। রোববার সকালে ঘটনাস্থলে সাবের হোসেন বলেন, সকালে একটা কল আসে, আমার বোন নাকি আত্মহ’’ত্যা করেছে। খবর শুনেই ছুটে আসি। এসে দেখি ম’রদেহ মেঝেতে পড়ে আছে। গ’লায় বেশ কিছু দাগ রয়েছে। এতে মনে হচ্ছে আত্মহ’’ত্যা নয়, পরিকল্পিত খু’ন। আমরা এর বিচার দাবি করছি।

বাসার দারোয়ান নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘রাত ১১টার দিকে বাসায় ঢোকেন মামুন। আড়াইটার দিকে বের হন। কেন বের হচ্ছেন জানতে চাইলে মামুন বলেন, ও’ষুধ কিনতে যাচ্ছেন। সকাল ৬টায় আবার ফিরে এসে তিনি আমাকে ডাকেন। চার তলায় গিয়ে দেখি লা’শ নামানো।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ বি’ষয়ে গণমাধ্যমকে বলেন, জি’জ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, ভোর ৪টার দিকে ঘর থেকে বের হয়ে তিনি বাথরুমে যান। কিছুক্ষণ পর ফিরে দেখেন, সিলিংয়ে গ’লায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন খায়রুন। হাতের কাছে ধা’রালো কিছু না পেয়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বা’লিয়ে ওড়না পু’ড়িয়ে নিচে নামান তাকে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহ’’ত্যা করেছেন তিনি। লা’শ উ’দ্ধার করে ম’র্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ম’য়নাত’দন্তের প্রতিবেদন পেলে মৃ’ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।