জীবন দিলেন ছাত্রকে বিয়ে করে ভাইরাল সেই শিক্ষিকা

| আপডেট :  ১৪ আগস্ট ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৪ আগস্ট ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছয়মাসের পরিচয়ের পর ২২ বছর বয়সী কলেজ ছাত্র মামুন হোসেকে বিয়ে করেছিলেন ৪০ বছর বয়সী কলেজ শিক্ষিকা খাইরুন নাহার (৪০)।

ঘটনাটি ঘটেছিলো নাটোরে। দু’জনই ছিলেন নাটোরের গুরুদাসপুর এলাকার বাসিন্দা। তাদের বিয়ের বি’ষয়টি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছিলো আলোচনার ঝড়। কেউ যেমন সমালোচনা করছিলেন তেমনি কেউ আবার প্রশংসায় ভাসাচ্ছিলেন এই দম্পতিকে।

বিভিন্ন আলোচনা সমালোচনার জেরে কলেজছাত্র মামুন মন্তব্য করেছিলেন, ‘মন্তব্য কখনও গন্তব্য ঠে’কাতে পারে না।’ তার এই মন্তব্যও মুহুর্তেই ভাইরাল হয়েছিলো। সনাজিক যোগাযোগমাধ্যমে সকলের প্রত্যাশা ছিলো তাদের সংসার সুখের হোক। তবে শেষ পর্যন্ত আত্মহ’’ত্যাই গন্তব্য হলো খাইরুন নাহারের।

জানা গেছে, রোববার (১৪ আগস্ট) নাটোরে ভাড়া বাসায় আত্মহ’’ত্যা করেন তিনি। তবে কি কারণে তিনি আত্মহ’’ত্যা করেছেন এ বি’ষয়ে এখনও খাইরুন নাহারের পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

প্রসঙ্গত, ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন প্রথম পরিচয় হয় খায়রুন-মামুনের। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এবং ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।