উদ্বোধন হতে না হতেই পদ্মা সেতুতে টিকটকাদের হিড়িক (ভিডিও)

| আপডেট :  ২৬ জুন ২০২২, ০২:৩৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ জুন ২০২২, ০২:৩৪ অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। শুধু তাই নয়, অনেককেই আবার টিকটক ভিডিও বানাতে দেখা গেছে। রোববার (২৬ জুন) সকালে বিভিন্ন গণমাধ্যমে এমন দৃশ্য দেখা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী নেচে-গেয়ে টিকটক ভিডিও করছেন। কেউ গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবিও। অনেকেই আবার হেঁটেই সেতু পার হয়েছেন। ভিডিওকলে স্বজনদের সেতু দেখানোরও দৃশ্য দেখা গেছে।

এদিকে সেতুতে ঘুরতে এসে অনেকেই বলছেন, পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার পর থেকেই ঠিক করেছি প্রথম দিনই সেতু দেখতে আসব। সারাদিন ঘুরব, তারপর বিকেলে ফিরে যাব।নিয়ম ভাঙার বিষয়ে তারা বলেন, কত অনিয়মই আমরা করি। নিজের স্বপ্নপূরণে একটু অনিয়ম করা দোষের কিছু না। এই সুযোগ হয়তো আর না-ও পেতে পারি।

যদিও সাইরেন বাজিয়ে সেতুতে টহল দিচ্ছেন পেট্রলম্যান। কিন্তু তাদেরকে অনুরোধ করলেও তারা শুনছেন না। এক জায়গায় থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় আবার দাঁড়িয়ে যাচ্ছে। এর আগে সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ।