চলন্ত ট্রেনে যাত্রীর ‘ফোন কেড়ে নিয়ে’ প্যান্টের চেইন খুলে দেখালেন পুলিশ সদস্য

| আপডেট :  ২৪ জুন ২০২২, ০৮:১৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ জুন ২০২২, ০৮:১৮ অপরাহ্ণ

এবার চলন্ত ট্রেনে যাত্রীর সঙ্গে বা’গবি’ত’ণ্ডার এক পর্যায়ে নিজের প্যান্টের চেইন খুলে অশালীন অঙ্গভঙ্গি করেছেন রেলওয়ে পুলিশের এক সদস্য। বি’ষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। ত’দন্ত করে তার বি’রুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ১৮ জুন ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেন ‘দ্রুতযান এক্সপ্রেসে’ এক যাত্রীর টিকিট না কা’টাকে কেন্দ্র করে বা’গবি’ত’ণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।এদিকে বিভাগীয় ব্যবস্থার মুখে পড়া পুলিশ সদস্য পার্বতীপুর রেলওয়ে থানায় অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন। তার নাম মাইদুল ইসলাম। থানা থেকে তাকে প্রত্যাহার করে সৈয়দপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি দিদার আহম্ম’দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ট্রেনটি পাবনার ভাঙ্গুরা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশের ওই সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সৈয়দপুর পুলিশ লাইনে সংযুক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায় কয়েকজন যাত্রী উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে চি’ৎকার করছেন। যাত্রীরা চি’ৎকার করার সময় পোশাকধারী একজন পুলিশ সদস্য নিজের প্যান্টের চেইন খুলে কিছু একটা বলছেন। কী বলছেন তা ভিডিওতে স্পষ্ট শোনা যায় না। পুলিশ সদস্যের এমন আচরণে আরও ক্ষু’ব্ধ হন উপস্থিত যাত্রীরা।

যিনি ভিডিও করছিলেন, তার বক্তব্য শোনা যায় ভিডিওতে। তিনি বলছিলেন, ‘পুলিশ আমার ফোন কেড়ে নিছে। আমার আইফোন, দেড় লাখ টাকা দামের ফোন, আবার চেইন খুলে দেখায়। কত বড় সাহস। আমার ফোন কেড়ে নিছে এত লোক সাক্ষী, এটা নাটোরের ট্রেন, দ্রুতযান এক্সপ্রেস, এটা দিনাজপুরের ট্রেন, দ্রুতযান এক্সপ্রেস। পুলিশ আমার টাকা খাইতেছে’

এ বি’ষয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সুপার সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, ‘দ্রুতযান ট্রেন ঢাকা থেকে ছেড়ে পাবনার ভাঙ্গুরা আসার পর টিকিট না কা’টায় এক যাত্রীর সঙ্গে টিটির কথা-কা’টাকাটি হয়। পরিস্থিতি সামলাতে ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ডেকে আনেন টিটি। পুলিশ এসে টিটির পক্ষ নিয়ে যাত্রীদের ধমকাধমকি করেন। একপর্যায়ে এটিএসআই মাইদুল অ’শ্লীল আচরণ করেন। আমরা তাকে প্রত্যাহার করে ব্যবস্থা নিচ্ছি।’