ত্রাণের জন্য জীবন দিলেন অভুক্ত বিপ্লব

| আপডেট :  ২১ জুন ২০২২, ০২:২০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ জুন ২০২২, ০২:২০ অপরাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমান বাহিনীর দেয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে বিপ্লব মিয়া নামে এক অভুক্ত যুবকের মৃ’ত্যু হয়েছে। এসময় আরো ৫ গু’রুতর আ’হত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হলে বিপ্লব মিয়ার (৪৫) মৃ’ত্যু হয়েছে। তিনি উপজে’লা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। নি’হত বিপ্লব ২ ছেলে ও ২ কন্যা স’ন্তানের জনক ছিলেন।

জানা যায়, গতকাল সোমবার বন্যা কবলিতদের বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার উপর থেকে সেখ রাসেল মিনি স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করে। এসময় নিচ থেকে ত্রাণ নিতে গিয়ে বিপ্লব সহ আরো ৫ জন আ’হত হয়।

গু’রুতর আ’হত বিপ্লব সহ ৬ জনকে তাহিরপুর উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আ’হত বিপ্লবের অবস্থা গু’রুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) সকালে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মিয়ার মৃ’ত্যু হয়।

তাহিরপুর থানার অফিসার ই’নচার্জ আব্দুল লতিফ তরফদার মৃ’ত্যুর বি’ষয়টি নিশ্চিত করে বলেন, ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে গু’রুতর আ’হত বিপ্লব নামে একজন সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃ’ত্যু হয়েছে।