হিজড়া সেজে টাকা ওঠাতে গিয়ে গণপি’টুনি খেল ৪ পুরুষ

| আপডেট :  ১৯ জুন ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ জুন ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচরে হিজড়া সেজে টাকা ওঠাতো ৪ পুরুষ অবশেষে ভুয়া হিজড়াদের আ’টক করেছে স্থানীয় জনতা৷ শনিবার (১৮জুন) রাতে তাদেরকে আ’টক করে উপজে’লার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী থানার হাট বাজার থেকে।

আ’টককৃত হিজড়ারা সকলেই পুরুষ৷ এসময় থানার হাট বাজারে কালেকশন করার সময় একটি দোকানে স্থানীয় এক হিজড়ার তথ্য অনুযায়ী জনতা গণপি’টুনি দিলে তারা দৌড়ে স্থানীয় ইউপি সদস্যের দোকানে আশ্রয় নেয়৷ পরে সেখানে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷ আ’টককৃতদের পুলিশে সোপর্দ করবে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার (পলা’শ)৷

আ’টককৃত ভুয়া হিজড়ারা হচ্ছেন লক্ষীপুরের সদর উপজে’লার শাহীন (১৮), হৃদয় (২০) ও শামীম এবং নোয়াখালীর সদর উপজে’লার প্রান্ত (২১)৷ ছোট বেলা থেকে হিজড়া শেষে নিয়মিত বাজার কালেকশন করছেন বলে জানিয়েছে তারা৷

স্থানীয়রা বিডি২৪লাইভকে জানান, গত কিছুদিন একা নামের হিজড়াকে ভুয়া হিজড়ারা গণপি’টুনি দেয়৷ তাকে ভুয়া হিজড়া সাজাতে সাদা স্টাম্পে স্বাক্ষর ও নেয় তারা।পরে থানার হাট বাজারে কালেকশন করেছে খবর পেয়ে একা (হিজড়া) এলাকার কিছু যুবককে খবর দিলে৷ এলাকাবাসী তাদেরকে আ’টক করে৷ গণপি’টুনিতে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷

এ বি’ষয়ে চরজব্বার থানার এএসআই সালাউদ্দিন (চরওয়াপদা বিট পুলিশ কর্মকর্তা) জানান, খবর পেয়ে তাদেরকে আ’টক করে থানায় নিয়ে আনা হচ্ছে।তাদের বি’রুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।