দুই চেয়ারম্যানকে লা’ঠি দিয়ে এলোপাতাড়ি পে’টালেন ছাত্রলীগ নেতা!

| আপডেট :  ৭ জুন ২০২২, ০১:১৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৭ জুন ২০২২, ০১:১৮ অপরাহ্ণ

সারাদেশ: সিরাজগঞ্জের বেলকুচিতে দুই চেয়ারম্যানকে পি’টিয়েছেন ছাত্রলীগ সভাপতি। এমনই অ’ভিযোগ উঠেছে বেলকুচি পৌর ছাত্রলীগ সভাপতি আকতার হামিদ এর বি’রুদ্ধে। এ ঘটনায় থানায় আখতার হামিদ সহ ৭ জনকে আসামী করে একটি মা’মলা দায়ের করা হয়েছে। অ’ভিযোগ উঠেছে, উপজে’লার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারকে মা’রধর করেছেন পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ।

রোববার (৫ জুন) বিকেলে বেলকুচি পৌর এলাকার জীধুরিস্থ মাজেম মিয়ার ঢালু নামক স্থানে এ মা’রধরের ঘটনা ঘটে। আ’হত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মা’রামারির সময় ধারণ করা একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মা’মলার বা’দী চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে করে প্যানেল মেয়রকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীরা আমার মোটরসাইকেলের গতিরোধ করেই আমাদের লা’ঠি দিয়ে পে’টাতে শুরু করে। একপর্যায়ে আমার কাছে থাকা গুচ্ছ গ্রাম প্রকল্পের ১ লাখ ৭৬ হাজার টাকা ছি’নিয়ে নেয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উ’দ্ধার করে পাশের একটি দোকানে নিয়ে গেলেও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে এলোপাতাড়িভাবে আ’ঘাত করে। তাকে গু’রুতর অবস্থায় উ’দ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এসব অ’ভিযোগ অস্বীকার করেছেন পৌর ছাত্রলীগ সভাপতি আকতার হামিদ। তিনি বলেন, তিনি এই হা’মলার সাথে জড়িত নন বরং তিনি চেয়ারম্যানকে উ’দ্ধার করে একটি দোকানে নিরাপদে নিয়ে যান।