আমি মেহেদী মন্ত্রীর লোক!

| আপডেট :  ৬ জুন ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৬ জুন ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ

খায়রুল আলম রফিক: লাইসেন্সের জন্য বেস’রকারী হাসপাতাল ও ক্লিনিক ল্যাবের অনলাইন আবেদন, পরিদর্শন এবং মেডিক্যাল ফিটনেস থেকেই বেশির ভাগ ঘুষ নেয়া হচ্ছে। অ’ভিযোগ উঠেছে অফিসের দু’র্নীতিবাজ কতিপয় কর্মচারী সিভিল সার্জনের নামে সেবা গ্রহীতাদের ভ’য়ভীতি ও হু’মকি দিয়ে আদায় করছেন এই ঘুষের টাকা। প্রচার আছে এর ভাগ যাচ্ছে বিভিন্ন দপ্তরে! ময়মনসিংহের প্রায় নয় শ” বেস’রকারী হাসপাতালের মালিকগন জি’ম্মি হয়ে পড়েছে । স্বা’স্থ্য ম’ন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে সিভিল সার্জন অধস্ত’ন ও সহকর্মীদের দাপট দেখান। সিভিল সার্জন কার্যালয়ের এই ঘুষ দু’র্নীতি নিয়ে দু’র্নীতি দ’মন কমিশন-দুদকের ত’দন্ত হচ্ছে। পেশাজীবী সংগঠনগুলোর স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক ল্যাব ব্যবসার সঙ্গে জ’ড়িত থাকায় তারাও প্র’তিবাদ করতে সাহস পাচ্ছেন না। বেস’রকারী হাসপাতাল ও ক্লিনিক ল্যাব সোনার ডিম পাড়া হাঁস।

ময়মনসিংহ জে’লা সিভিল সার্জন কার্যালয়ের কমকর্তা ও কর্মচারীদের কাছে যেন সোনার ডিম পাড়া হাঁস প্রতিটি বেস’রকারী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক-ল্যাব। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেস’রকারী হাসপাতাল ও ক্লিনিক ল্যাব মালিকরা নতুন লাইসেন্স ও পুরনো লাইসেন্স নবায়নে অনলাইন আবেদনের পর পরিদর্শনের জন্য ভিড় জমান সিভিল সার্জন কার্যালয়ে। স্বা’স্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সিভিল সার্জন হাসপাতাল ও ক্লিনিক ল্যাব পরিদর্শন শেষে প্রতিবেদন দিয়ে থাকেন। মূলত এই প্রতিবেদনের ও’পরই নির্ভর করে থাকে লাইসেন্সের ভাগ্য। অ’ভিযোগ রয়েছে প্রতিটি অনলাইন আবেদন পরীক্ষার জন্য ৫ হাজার টাকা এবং প্রতিটি হাসপাতাল ও ক্লিনিক ল্যাব পরিদর্শনের পর পজিটিভ রিপোর্টের জন্য ৫০ হাজার টাকা করে ঘুষ নেয়া হয়েছে। প্রায় ৫শ” হাসপাতাল ও ক্লিনিক ল্যাব থেকে ৩ কোটি টাকা আদায় করেন ক্যাশিয়ার এমরান মেহেদী হাসান ওরফে আরিফ। তার বি’রুদ্ধে স্বা’স্থ্য স’চিব এবং স্বা’স্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর দুটি অ’ভিযোগ জমা হয়েছে। ত’দন্ত করছে দু’র্নীতি দ’মন কমিশন দুদক প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

যার স্বারক নং-০০.০১.০০০০.৫০৩.২৬.১৪১.২১-২৯০৬৮ তারিখ- ২৬-০৯-২০২১। সিভিল সার্জন কার্যালয়ে পদায়নের জন্য ন্যস্ত ক্যাশিয়ার এমরান মেহেদী হাসান সিভিল সার্জনের নামে আদায় করছেন এই ঘুষের টাকা। দীর্ঘদিন অনলাইনে আবেদন জমা নেয়া, লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান বন্ধ থাকার পর চালু হলে হুমড়ি খেয়ে পড়েন হাসপাতাল ও ক্লিনিক ল্যাব মালিক কর্তৃপক্ষ। নাম প্রকাশ করা হবে না শর্তে ভু’ক্তভোগী সূত্রগুলো জানায়, প্রতিটি লাইসেন্স নবায়নের জন্য সিভিল সার্জনের নামে ২০ হাজার ও ডিজির নামে ৫০ হাজার টাকা করে এবং নতুন লাইসেন্সের জন্য ৯০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ঘুষ গুনতে হয়েছে। এই হিসেবে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক ল্যাবের কাছ থেকে সিভিল সার্জনের নামে আদায় করা হয়েছে প্রায় ২ কোটি টাকা। এর বাইরে ভালুকা,ত্রিশাল,মুক্তাগাছা,ফুলপুর,ফুলবাড়িয়া,হালুয়াঘাট উপজে’লায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা স্বা’স্থ্য সেবার প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অ’ভিযোগ রয়েছে। ক্যাশিয়ার এমরান মেহেদী হাসান ওরফে আরিফ প্রায় ৩ কোটি টাকা টাকা তুলেন বলে জানাগেছে।

চরপাড়া মেডিক্যাল কলেজ গেট এলাকার বেস’রকারী হাসপাতাল মালিক বিউটি অ’ভিযোগ করে জানায়, লাইসেন্স নবায়নের জন্য সিভিল সার্জনের পরিদর্শনের সময় তাকে ১৯ হাজার ৫০০ টাকা গুনতে হয়েছে। নতুন বাজার মোড়ের একটি মিষ্টির দোকানের ভেতর ক্যাশিয়ার এমরান মেহেদীর সঙ্গে ঘুষের টাকা লেনদেন করেন তিনি। চাহিদার ৩০ হাজার টাকার ঘুষ না পেয়ে এর মাত্র ১৫ দিন পর ফের তার হাসপাতাল পরিদর্শনে যান সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম। এ সময় তার কাছে আরও টাকা দাবি করলে এক পর্যায়ে ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করে হাসপাতাল বন্ধ করে দেয়ার হু’মকি দেয় ক্যাশিয়ার এমরান মেহেদী হাসান। হ’য়রানির ভ’য়ে বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিক ল্যাব মালিক মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। নগরীর বাঘমা’রা রোডে বেস’রকারী একটি বøাড ব্যাংকের অনুমোদনের জন্য সিভিল সার্জনকে ৫০ হাজার টাকার ঘুষ লেনদেনের একটি ফোনালাপ নিয়ে তোলপাড় চলছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, নামকাওয়াস্তে কোন কোন হাসপাতাল ও ল্যাব পরিদর্শনে গেলেও বেশিরভাগ পরিদর্শন ছাড়াই কেবল টাকার বিনিময়ে প্রতিবেদন পাঠানো হয়েছে স্বা’স্থ্য অধিদফতরে। পরিদর্শন টিমের একাধিক সদস্য অবশ্য স্বীকার করেন এটি সিভিল সার্জন কার্যালয় প্রস্তুত করার পর তাদের স্বাক্ষর নেয়া হয়। পরিদর্শন টিমের সদস্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডাঃ রাজীব হাসানের কাছে সর্বশেষ কোন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জানতে চাইলে তিনি তা জানাতে পারেননি।

প্রচার রয়েছে, পরিদর্শন টিমের সদস্যরা পরিদর্শন ছাড়াই প্রতিবেদনে স্বাক্ষর করে ভাগ পান ঘুষের টাকা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স’রকারী-বেস’রকারী সংস্থায় নিয়োগ’লাভের পর মেডিক্যাল ফিটনেস সনদের জন্য প্রার্থীরা ভিড় জমান সিভিল সার্জনের কার্যালয়ে। বছরে গড়ে ১২০০ থেকে ১৫০০ প্রার্থী এই সনদ নিচ্ছেন। এসব প্রার্থীদের এই সনদ নিতে পছন্দের বেস’রকারী ল্যাবে পাঠিয়ে প্রত্যেকের জন্য নির্ধারিত ৬,৯০০ টাকা হারে বা’ধ্যতামূলক বিভিন্ন টেস্ট করাতে হয়। অথচ স’রকারী হাসপাতালে এই টেস্ট করা হলে ফি লাগত মাত্র ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা। প্রচার রয়েছে, ক’রোনাকালে সিভিল সার্জন মেডিক্যাল ফিটনেস সনদের বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন দুই কোটি টাকা। স’রকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৩২ শিক্ষকের এই সনদ নেয়ার সময় ঘটনা জানাজানি হলে জে’লা প্রশাসকের হস্তক্ষেপে মাত্র ৩০০০ টাকার ফি’য়ে বিভিন্ন টেস্ট করাতে সক্ষম হন। এসবের বাইরে স’রকারী চাকরিজীবীদের কেউ অ’সুস্থতার জন্য মেয়াদের আগে অবসরে যেতে চাইলে মেডিক্যাল বোর্ডের সনদ প্রয়োজন। এজন্য সিভিল সার্জনের নেতৃত্বে রয়েছে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। অ’ভিযোগ রয়েছে এই সনদের জন্য ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকা গুনতে হচ্ছে। অ’সুস্থ এক চালকের কাছে এই সনদের জন্য চাওয়া হয়েছিল ৭০ হাজার টাকা। পরে অবশ্য অনেক ধরাধরির পর কিছুটা কম টাকায় রফা করেন ওই চালক।

ময়মনসিংহ সিভিল সার্জনের ফেসবুক পেজের পরিসংখ্যানে এই তথ্য মিলেছে। সেখানে সিভিল সার্জন এক পোস্টে লেখেন নগরীর চরপাড়া এলাকার চৌধুরী হাসপাতাল, নিউ আরাফা হাসপাতাল, আল আরাফা হাসপাতাল, উত্তরা হাসপাতাল, স্পন্দন হাসপাতাল, দি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মিতা ক্লিনিক, ভাটিকাশর জমির বেপারী লেন আল ম’দিনা স্পেশালিস্ট হাসপাতাল পরিদর্শকালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পাওয়া গেছে। অনুমতি না নিয়েও ঢাকঢোল পি’টিয়ে চালু করেন। এ সময় যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই সেসব প্রতিষ্ঠানের রো’গীদের ৪৮ ঘণ্টার মধ্যে অন্যত্র সরিয়ে লাইসেন্স না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নিদের্শ দেন। আর যে সকল প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন হয়নি এবং পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে তাদের সংশোধনপূর্বক ৭২ ঘণ্টার মধ্যে সিভিল সার্জনের কাছে জবাব দিতে বলা হয়। অন্যথায় তাদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হু’মকি দেয়া হয়েছিল। এসবের কোনটিরই কার্যকর হয়নি।

গুঞ্জন রয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিকরা সিভিল সার্জন ক্যাশিয়ার মেহেদী হাসানের সঙ্গে দেখা করে সবকিছু রফা করেছেন। পরিদর্শনে পছন্দের খাবার কোয়েল পাখি,কবুতর, সঙ্গে খাম, উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আগেই ক্যাশিয়ার এমরান মেহেদী হাসানের কাছে জেনে নিতে হয় সিভিল সার্জন কী খাবার পছন্দ করেন। গিফটের খাম কেমন হবে ইত্যাদি। জানা গেছে, সিভিল সার্জনের পরিদর্শনের সময় পছন্দের খাবার কোয়েল পাখি, কবুতর, দেশী মুরগি, শুঁটকি থাকতেই হবে। তবে সব মিলিয়ে ১২-১৩ পদের নিচে নয়। সিভিল সার্জনকে খুশি রাখতেই এই রেওয়াজ চালু হয়ে গেছে এখন ময়মনসিংহের উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সগুলোতে। একজন উপজে’লা স্বা’স্থ্য কর্মকর্তা ক্ষো’ভ প্রকাশ করে জানালেন, সিভিল সার্জন ডা: নজরুল ইসলামকে খুশি করতে তিনি ১২ পদের খাবার আয়োজন করেছিলেন। তারপরও মন পাননি।

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার এমরান মেহেদী হাসান ওরফে আরিফ জানান, আমার নামে সংবাদ প্রকাশ করার আগে জেনে নিবেন আমি কে? আমি গনপুর্ত মন্ত্রীর কাছের লোক। যা করবেন জেনে শুনে করবেন। ময়মনসিংহ সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানান, আমার বি’রুদ্ধে এসব অ’ভিযোগ সত্য না, আমি বাইরে আছি পরে ফোন দিয়েন। গনপুর্ত প্রতিমন্ত্রীর দপ্তরে ক্যাশিয়ার এমরান মেহেদী হাসানের বি’ষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, তার বি’রুদ্ধে এমন অ’ভিযোগ শোনা যাচ্ছে। আমি মন্ত্রী মহোদয়কে জানাবো।