লজ্জার রেকর্ড গড়ে ৮ রানে অল আউট নেপাল

| আপডেট :  ৪ জুন ২০২২, ০৬:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ জুন ২০২২, ০৬:২১ অপরাহ্ণ

মালয়েশিয়ায় চলছে আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি ২০ বিশ্বকাপ। নিজেদের যোগ্যতা প্রমানের এক অনবদ্য সুযোগ। তবে এ সুযোগ হাতছারা করে লজ্জার নজির গড়ল নেপাল, অল আউট হতে হয় মাত্র ৮ রানেই। তবে এ রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর মেয়েরা জয় ছিনিয়ে আনে মাত্র ৭ বলেই।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর দুই বোলার মাহিকা গৌড় ও ইন্দুজা নন্দকুমারের বলে ধস নামে নেপালের। ব্যাটিং অর্ডারে মাত্র ৮.১ ওভারে ৮ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। স্নেহ মাহারা সর্বাধিক ১০ বল খেলে ৩ রান করেন।

ছয় ব্যাটার আউট হন শূন্য রানে। মাহিকার ৪ ওভারে ২টি মেডেন, ২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। ইন্দুজা ৪ ওভারে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। সামাইরা ধামিধারকা ১টি বল করে সেটিতেই উইকেট তুলে নিয়েছেন।

জবাবে ১.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর ওপেনাররা জয় নিশ্চিত করেন। তীর্থা সতীশ ৪ ও লাবণ্য কেনি ৩ রানে অপরাজিত থাকেন।