নান্নু-বাশারদের বিদেশ যাত্রা বাতিল, হারাতে চলেছেন চাকরি

| আপডেট :  ৪ জুন ২০২২, ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ জুন ২০২২, ১২:১৬ অপরাহ্ণ

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গতকাল বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন, ব্যয় সংকোচনের কথা চিন্তা করে বিদেশ সফরে জাতীয় দলের বহর যতটা সম্ভব ছোট করার চিন্তাভাবনা চলছে।

এখন থেকে জাতীয় দলের সঙ্গে বোর্ড কর্তাদের যাওয়া কমিয়ে দেওয়া হবে। সাধারণত প্রায় প্রতিটি সফরেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাকের

একজন অন্তত জাতীয় দলের সঙ্গে থাকেন। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে না কোনো নির্বাচককেই। খোদ প্রধান নির্বাচক নান্নুই এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সঙ্গে এবার ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের সঙ্গে থাকছেন না মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও। এমনকি টিম ফিজিওর পাশাপাশি মাঝে কোভিডের ভেতর একজন চিকিৎসক পাঠানো হয়েছে,

জানা গেছে এবার আর কোনো চিকিৎসক থাকছেন না। হেড কোচ, ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ট্রেনার, ফিজিও আর কম্পিউটার অ্যানালিস্টের সঙ্গে বোর্ড পরিচালকদের মধ্যে বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে যাবেন।

পাপনের বক্তব্য অনুযাযী মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাকের চাকরির মেয়াদ আছে বিশ্বকাপ পর্যন্ত। তার পরই নিরবাচক প্রালেনে আসছে নতুন লোক