ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বিশাল দুঃসংবাদ দিলেন বিসিবি সভাপতি

| আপডেট :  ২ জুন ২০২২, ০৯:১৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২ জুন ২০২২, ০৯:১৭ অপরাহ্ণ

বেড়ে গেছে বিমান ভাড়া, হোটেলের খরচ চড়া। বিশাল বহর নিয়ে আর বিদেশ সফরের বাস্তবতায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ট্যুরের সদস্য সংখ্যা কমিয়ে আনতে চান তারা।বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নাজমুল।

তিন সংস্করণের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সব মিলিয়ে ক্রিকেটার আছেন ২৫ জন। কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা মিলিয়ে বহরটি হবে বিশাল।

এই বহর সীমিত করা হবে। যাদের একদম না গেলেই নয়, তাদের রেখে বাকিদের বাদ দেওয়ার চিন্তা করা হচ্ছে। গণমাধ্যমে এই খবর দেন নাজমুল, ‘সবশেষে একটা বড় বিষয়, আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’

‘এতো বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতোদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’

নতুন এই নীতি অনুসরণ করা হবে আগামী সব সফরে। শুরুটা ওয়েস্ট ইন্ডিজ দিয়েই। এমনকি ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যাও কমিয়ে আনা হতে পারে বলে জানান নাজমুল, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে… এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়।’