ফুটবল প্রেমীরা অনলাইনে কিংবা টিভিতে যেভাবে দেখতে পারবেন আর্জেন্টিনা-ইতালির মহারণ

| আপডেট :  ১ জুন ২০২২, ০১:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ জুন ২০২২, ০১:৩৯ অপরাহ্ণ

কনমেবল উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস ম্যাচে আজকে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাতিন আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ইংল্যান্ডের ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে।
ইতালি এবং আর্জেন্টিনার এই ম্যাচে যারা জিতবে তারা পাবে শিরোপা যা ফিফা স্বীকৃত হবে।

আন্তর্জাতিক মেজর শিরোপা হিসেবে গন্য হবে এই শিরোপাটি। আজকের এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে তারা জিতলে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়বে এবং একই সঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের শক্তির পরীক্ষাটাও দেওয়া হয়ে যাবে। আর্জেন্টিনা এবং ইতালির মধ্যকার এই ম্যাচটি আপনি দেখবেন কিভাবে?

কোন চ্যানেল সম্প্রচার করবে খেলাটি বাংলাদেশে? বাংলাদেশের ফুটবল প্রেমীরা এই ম্যাচটি দেখতে পারবেন অনলাইনে কিংবা টিভিতে। সনি লিভ, সনি টেন ১ এবং সনি টেন ১ এইচডিতে সম্প্রচার করবে ম্যাচটি।

দুই দলের সম্ভাব্য একাদশ
ইতালি: ডন্নারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, কিয়েলিনি, এমারসন, বারেল্লা, জর্জিনহো, ভেরাত্তি, জানিয়োলো, স্কামাচ্চা ও ইনসিনিয়ে।

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনিয়া, ডি পল, রদ্রিগেজ, লো সেলসো, মেসি, লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া।