ইভিএম না হলে সব ভোট আমি দিয়ে দিতাম: মাইকে নৌকার প্রার্থী (ভিডিও)

| আপডেট :  ৩০ মে ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ মে ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ণ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন না হলে রাতেই সব ভোট নিয়ে নিতেন বলে মন্তব্য করেছেন মুজিবুল হক চৌধুরী। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় দেয়া বক্তব্যে মুজিবুল হক চৌধুরী এ মন্তব্য করেন। বলেন, যেভাবে পারেন, ভোটটা দেবেন। কার‍ণ ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না। সব ভোট আমি দিয়ে দিতাম।

ভোটারদের উদ্দেশে মুজিবুল হক চৌধুরী আরও বলেন, ইভিএম তো, সেখানে আইডি কার্ড না দিলে হয় না। না হলে আমি রাতে নিয়ে নিতাম সব ভোট। আপনাদের কষ্ট করে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। আমি তো সে-ই প্লেয়ার, যে একসঙ্গে ২০ হাজার (ভোট) নিয়ে নেয়। এখানে ইভিএম একটা করেছে সরকার, কী করতাম। একটু কষ্ট করে যেতে হবে, গিয়ে আঙুলের চাপ দিতে হবে। চাপ দিতে না পারলে আমি সেখানে মানুষ রাখবো।

ভিডিও দেখুন: ইভিএম করেছে সরকার, না হলে রাতেই ভোট নিয়ে নিতাম: নৌকার প্রার্থী