ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিন বোলিং কোচের ভূমিকায় দায়িত্ব পালন করবেন রাসেল ডমিঙ্গো এবং খালেদ মাহমুদ সুজন

| আপডেট :  ২৯ মে ২০২২, ০৭:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ মে ২০২২, ০৭:২৩ অপরাহ্ণ

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না জাতীয় দলে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি যাবেন না বিসিবিকে অনেক আগেই জানিয়েছেন রঙ্গনা হেরাথ।

যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিন বোলিং কোচের ভূমিকায় থাকবেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং দিরেক্টর খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমকে আজ নিজেই নিশ্চিত করেছেন সুজন।

গণমাধ্যমকে আজ খালেদ মাহমুদ সুজন বলেছেন, “হেরাথের পরিবর্তে কেউ যাচ্ছে না। আমাকে আর ডমিঙ্গোকেই স্পিনারদের দেখতে হবে”। আগামী ৬ জুনের মধ্যে তিনভাগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে।

প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম টেস্ট ১৬ জুন থেকে এন্টিগায়। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে শুরু সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় সিরিজের শেষ ম্যাচ। তিন ওয়ানডের সবগুলো হবে গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই।