কাপাসিয়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

| আপডেট :  ২৯ মে ২০২২, ০৬:৫০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ মে ২০২২, ০৬:৫০ অপরাহ্ণ

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ কাপাসিয়া উপজেলার বেসরকারী সেবামূলক সংগঠন ‘মানবতার সেবা ফাউন্ডেশনের’ উদ্যোগে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৫ শত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

২৯ মে, রবিবার দুপুরে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে হল রুমে চ্যারিটি ন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোলায়মান সরকারের সভাপতিত্বে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবতার সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সমাজকর্মী মোঃ বাবু শেখ , কলেজের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এস এম সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা আফসার উদ্দিন । মানবতার সেবা ফাউন্ডেশনের গাজীপুর জেলার সভাপতি রায়হান রিজনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের প্রচার সম্পাদক রাসেল বেপারী , কাপাসিয়া মানবতার সেবা ফাউন্ডেশন পাবেল , সাধারণ সম্পাদক শিমুল খান ও জাহিদ হাসান রাহিন প্রমুখ।