আইপিএলে ক্লান্ত মুস্তাফিজ এখনই টেস্ট ক্রিকেট খেলতে চান না

| আপডেট :  ২২ মে ২০২২, ১২:০৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ মে ২০২২, ১২:০৪ অপরাহ্ণ

আইপিএলের ক্লান্তির কারনে বর্তমান সময়ের টেস্ট ক্রিকেট খেলতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস হয়ে খেলছেন। শুরুর দিকে প্রথম আট ম্যাচে খেলল ও বর্তমানে একাদশ থেকে বাইরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

বর্তমান সময়ে বাংলাদেশ টেস্ট দলে খুব প্রয়োজন মোস্তাফিজুর রহমানকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তাসকিন আহমেদ। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের ইনজুরিতে পড়েছেন আরেক ফাস্ট বোলার শরিফুল ইসলাম।

যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে এই দুই ফাস্ট বোলারকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ মোস্তাফিজুর রহমানকে চাচ্ছিল নির্বাচকরা।

তবে আইপিএলের ক্লান্তির কারনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান এমনটাই জানিয়েছেন তিনি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, “তাকে (মুস্তাফিজ) আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার।

যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন।”

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের এই প্রধান আরও জানালেন, “তার (মোস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়।”