সরকারি বাড়ি পেলেন সেই কফিলউদ্দিন

| আপডেট :  ১৯ মে ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ মে ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ

সারাদেশ: চট্টগ্রামে দরিদ্র রিকশাচালক কফিলউদ্দিন। রিকশা চালানোর সময় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তার স্বরচিত গান যাত্রীদের গেয়ে শোনান কফিলউদ্দিন। এ পর্যন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে তিনি ২১ টি গান লিখেছেন।

এই গান লিখে কপাল খুলেছে কফিল উদ্দিনের। দরিদ্র এই রিক্সা চালক পেয়েছেন সরকারি বাড়ি। বাঁশখালীর চাম্বলের নতুন বাড়িতে এখন পরিবার নিয়ে সুখেই বসবাস করছেন তিনি।

গতবছর কফিল উদ্দিন কে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। এরপর একটি বেসরকারি টেলিভিশন তাকে নিয়ে সংবাদ প্রচার করে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান কফিল উদ্দিন।

সংবাদ ও ভাইরালের বিষয়টি বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ইউএনও সাইদুজ্জামান চৌধুরীর নজরে পড়ে। শহর থেকে বাঁশখালীতে ডাক পড়ে তাঁর। সেখানে কফিলের কণ্ঠে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান শোনেন তাঁরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তাঁর স্বরচিত গান শুনে মুগ্ধ হয়ে কফিলকে একটি সরকারি বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে বাঁশখালীর চাম্বলের পাহাড়ি এলাকায় নতুন নির্মিত একটি বাড়ি ও দুই শতক জায়গার একটি দলিল উপহার পান কফিল।