প্রশাসনের লোক পরিচয়ে ভাইয়ের সোনা ছিনতাই

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ণ

গত ২০ ডিসেম্বর রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী দ্বিজেন ধর ফেনির দুজন ব্যবসায়ীর কাছ থেকে ১৭টি স্বর্ণের বার কিনেন। ১৭০ ভরি ওজনের ১৭টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ছিলো ১ কোটি ১২ লাখ ৭১ হাজার টাকা। পরদিন সকালে নিজের মেজভাই জিতেন ধরকে সাথে নিয়ে স্বর্ণের বারগুলো বিক্রি করতে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। কিন্তু নগরীর ভদ্রা এলাকায় পৌঁছালে নির্জন রাস্তায় দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি প্রশাসনের লোক পরিচয়ে তাদের থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়। এ ঘটনায় দ্বিজেন ধর বাদী হয়ে ওইদিনই নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন।

আর এই মামলার অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে দ্বিজেন ধরের আপনি ভাই জিতেন ধরই স্বর্ণের বারগুলো চুরি করেছে। ঋণের টাকা পরিশোধ ও জমি নিয়ে বিরোধের জেরে জিতেন ধর ওই স্বর্ণের বারগুলো চুরি করেছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পুলিশ জানায়, পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবসায়ীর আপন ভাই জিতেনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে জিতেন সাজানো ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। পরে ২৫ ডিসেম্বর পুলিশ পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে জিতেনের বাড়ি থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করে। অপর একটি বার জিতেন ইতোমধ্যেই নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে।

রাজশাহীর পুলিশ কমিশনার মো. আবুল কালাম সিদ্দিক জানান, এ মামলায় ইতোমধ্যে জিতেনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামি মিজানুর, মৃদুলসহ অজ্ঞাতদের দ্রুত গ্রেফতার করা হবে।