আজ দেশের যে ৪০ গ্রামে পালিত হচ্ছে রোজা

| আপডেট :  ২ এপ্রিল ২০২২, ০৩:৫২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২ এপ্রিল ২০২২, ০৩:৫২ অপরাহ্ণ

দেশের আকাশে আজ শনিবার রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হবে রোজা। কিন্তু সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকেই চাঁদপুরের ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

তারা শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন।

আগাম রোজা শুরু হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলীপুর, সমেশপুর, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বলাখাল, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, কাইতপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, শোল্লা, হাঁসা, সাচনমেঘ, গোবিন্দপুর। মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশবিশেষ।