মাংসে হাড় বেশি দেয়ায় কসাইকে কুপিয়ে মারলো ক্রেতা

| আপডেট :  ২২ ডিসেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ ডিসেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ণ

মাংসে হাড় বেশি দেয়ায় অখুশি হয়েছিলেন ক্রেতা। বিষয়টি নিয়ে ক্রেতা আর কসাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং দোকানে থাকা ছুড়ি দিয়ে কসাইকে ছুড়িকাঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করেন ক্রেতা। আর এই ছুরিকাঘাতে আহত কসাই চারদিন মৃত্যুর সাথে লড়াই করে আজ মৃত্যুবরন করেছেন।

মর্মান্তিক এই ঘটব্নাটি ঘটেছে নরসিংদীর শেখেরচরে। নিহত বাচ্চু মিয়া (৫০) শেখেরচর বাজারে মাংস বিক্রি করতেন। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে দুই ক্রেতা শেখেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার দোকানে মাংস কিনতে আসেন। এসময় মাংসে হাড় দেয়া নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একসময় তা হাতাহাতিতে পৌঁছালে ক্রেতা হাসান দোকানে থাকা ছুরি নিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা হাসান ও সাইফুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন- বরিশালের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার আব্দুল আজিজ বেপারীর ছেলে মো. হাসান। এ বিষয়ে মাধবদী থানার ওসি (তদন্ত) জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।