দক্ষিণ আফ্রিকা সফর বাদ দিয়ে দুবাইয়ে শাহরুখের সঙ্গে শ্যুটিং করবেন সাকিব!

| আপডেট :  ৮ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৮ মার্চ ২০২২, ১০:৫০ পূর্বাহ্ণ

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ টিম যখন আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ব্যাগ ঘোচাতে ব্যস্ত, ঠিক তখনই দুবাইয়ের উদ্দেশে রোববার (৬ মার্চ) হঠাৎ দেশ ত্যাগ করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার এ অলরাউন্ডার।

যেখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে দল রেখে একা তার বিমান বন্দরে উপস্থিতি নিয়ে। সাকিব জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তিনি দুবাই থেকে ঘুরে আসতে চান। তবে হঠাৎই তার দুবাই যাওয়ার উদ্দেশ্য বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে শ্যুটিং সম্পর্কিত কি না এমন প্রশ্নের জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘ধরে নেন ওই রকমই কিছু একটা, দেখতে পারবেন….।’

এরপর সাকিব অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলের সঙ্গে না থাকার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, আমার মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’

তবে সাকিব কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে দেননি কোনো সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের না থাকাটা এক প্রকার নিশ্চিতই বলা চলে। অন্তত ওয়ানডে সিরিজে খেলবেন না সেটা জানালেন নিজ মুখেই। সাকিব বলেন, ‘হয়তো ১৫-২০ দিনের বিশ্রাম শেষে ক্রিকেটে আমার আগ্রহটা আসতে পারে। হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারি।’

আরেক প্রশ্নে জবাবে সাকিব নিশ্চয়তা দিতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মে মাসে টাইগারদের থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও। সাকিব বলেন, ‘আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে দুই মাস সময় যেহেতু আছে, হয়তো ফিরতেও পারি।’

এর আগে অবশ্য সাকিব জানিয়েছেন, তিনি বোর্ড থেকে ৬ মাসের ছুটি চেয়ে চিঠি লেখেননি। তার চিঠিটি ছিল আগামী নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত সময়ের জন্য ছুটি চেয়ে। সাকিব বলেন, ‘একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি বোর্ড থেকে ৬ মাসের ছুটি চাইনি। সাদা বলের খেলায় মনোযোগ বাড়াতে আগামী নভেম্বরের মাঝ পর্যন্ত টেস্ট না খেলতে চেয়ে চিঠি দিয়েছি।’

সাকিব আরও যোগ করেন, ‘সামনে দুটি বিশ্বকাপ। আমার মনে হয় এবার আমরা সে দুটো টুর্নামেন্টে ভালো করতে পারব। তাই আমি সাদা বলে মনোযোগ বাড়াতে চেয়েছিলাম। তার মানে এই না যে আমি আর টেস্ট ম্যাচ খেলব না।’

এরপর সাকিব যোগ করেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আমাকে প্যাসেঞ্জার মনে হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি একে বারেই ইনজয় করিনি। আমি চাইনা দক্ষিণ আফ্রিকা সিরিজে এমন প্যাসেঞ্জার হয়ে থাকতে। একটু ব্রেক নিতে চাই। যদি আগ্রহটা ফিরে আসে। এ অবস্থায় খেললে টিম মেটদের সঙ্গেই প্রতারণা করা হবে।’