ভাষ্কর্য ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২০, ১২:৩২ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২০, ১২:৩২ অপরাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অপরাধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে একই অভিযোগে যুবলীগ নেতা আনিসসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে আনিসই ভাষ্কর্য ভাঙচুরের মূল পরিকল্পনারকারী।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন বলেন, কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু এ বিষয়ে বলেন, ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।