খেলবেন না বাংলার জান-বাংলার প্রাণ “সাকিব আল হাসান”

| আপডেট :  ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ণ

বিপিএলের পরপরই আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। আফগান সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা উড়াল দেবেন ক্রিকেটাররা।গতকাল বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। তিনটি ওয়ানডেও আইসিসি ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত। দুই দলের জন্যই তাই সিরিজটা গুরুত্বপূর্ণ।

সূচি অনুযায়ী সেঞ্চুরিয়নে আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডে, ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটিই দিবারাত্রির। ২০ মার্চ ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। ডারবানে ৩১ মার্চ শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

তবে সফরের দুই টেস্টে সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না তিনি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত খবরে বলা হয়েছে, টেস্ট না খেললেও সফরের তিন ওয়ানডেতে খেলবেন তিনি।

আবারও আইপিএলের কারণেই দেশের হয়ে টেস্ট খেলা থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন সাকিব। আইপিএল শুরু হবে ২৭ মার্চ। আগামী ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম হবে। বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। নিলামে দল পাওয়ার আশা করতেই পারেন তিনি। নিলামে ২ কোটি রুপির ক্যাটাগরিতে তার সঙ্গে মুস্তাফিজও আছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে নিশ্চিতভাবেই ওয়ানডে খেলবে সাকিব। তবে টেস্ট সিরিজে খেলার বিষয়ে কিছুই বলেনি। তবে মে মাসে হোমে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট খেলবেন এ অলরাউন্ডার।