সেরা বোলার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার রহস্য প্রকাশ করলো রাজস্থান কোচ

| আপডেট :  ১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬ অপরাহ্ণ

আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। জোর্ফ্রা আর্চারের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন ফিজ।বল হাতে বেশ ছন্দে ছিলেন কাটার মাস্টার । তাই স্বাভাবিকভাবেই তাকে সবম্যাচেই একাদশে রেখেছেন রাজস্থান রয়্যালস। তবে আসন্ন আইপিএল-এ

১৫তম আসরে তাঁকে রাখেনি রাজস্থান রয়্যালস। স্যাঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জাইসওয়ালকে রেখেছে তারা। কেন মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হল,তার ব্যাখ্যা দিলেন রাজস্থানের কোচ কুমারা সাঙ্গাকারা। আইপিএলের আসন্ন মৌসুমে মোট ১০টি দল অংশ নেবে। নতুন দল দুটি হলো লখনউ ও আহমেদাবাদ।

এ কারণে বিসিসিআই থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল,আগামী আসরের জন্য প্রতিটি দল মাত্র ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে এবং বাকিদের নিলামের জন্য ছেড়ে দিতে হবে।

মূলত লখনউ ও আহমেদাবাদ যেন দল গঠনের ক্ষেত্রে সবার মতো একই সুযোগ পায়,সে কারণেই এ সিদ্ধান্ত। ফলে সম্পূর্ণ নতুনভাবে শুরু হতে যাচ্ছেআইপিএলের ১৫তম আসর। আসন্ন মৌসুমে নতুন করে নিলামে উঠতে হবে এই ক্রিকেটারকে।