বি’তর্কি’ত কর্মকাণ্ডের জন্য কয়েক দফা ভাইরাল, কে এই ছাত্রলীগ নেত্রী? (ভিডিওসহ)

| আপডেট :  ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২২ অপরাহ্ণ

স’রকারের বদনাম করায় বাসের যাত্রীর হাত-পা কে’টে ফেলার হু’মকি দিয়েছেন ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ জোহরা রিপা। তিনি বাসের এক যাত্রীর বি’রুদ্ধে স’রকারের বদনাম করার অ’ভিযোগ আনেন। এরপর চি’ৎকার-চেঁচামেচি করে তার হাত-পা কে’টে ফেলার, ভে’ঙে ফেলার হু’মকি দেন। রিপা বাসে সমালোচনা করার যাত্রীদের বিএনপি জামায়াতের লোক বলেও আখ্যা দেন। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স’রকারের বদনাম করার অ’ভিযোগ এনে প্রথমে রিপা বাসের এক যাত্রীকে তার ‘বাড়ি কই’ জিজ্ঞেস করেন। এসময় যাত্রীরা রিপার পরিচয় জানতে চাইলে তিনি চি’ৎকার করে বলেন, ‘আমি কে, এটা বলতে হবে কেন?’ রিপা বলেন, ‘কত বড় সাহস হলে স’রকারের বদনাম করে। সবগুলাকে একেবারে গ্রে’ফতার করাবো।’ তিনি যাত্রীদের ‘তুই’ সম্বোধন করে বলেন, ‘কত বড় সাহস বাসে বসে বসে স’রকারের বদনাম করে!’

এসময় প্র’তিবাদ করায় এক যাত্রীকে তিনি চি’ৎকার করে বলেন, ‘তুই চুপ, তোরে একেবারে শেষ করে ফেলবো। স’রকারের বদনাম কেন? স’রকারের বদনাম করার সাহস হয় কী করে?’

সম্প্রতি একটি যাত্রীবাহী চলন্ত বাসের মধ্যেই প্রথম ভিডিওটি ধারণ করেন ফাতেমাতুজ জোহরা রিপা নামে ওই ছাত্রলীগ নেত্রী।
এ সময় বাসের যাত্রীদের ও’পর ক্ষি’প্ত হয়ে উত্তেজিত আচরণ করেন রিপা। আর ঘটনার শুরু থেকেই তিনি নিজেই ভিডিওটি ধারণ করেন, শেষের দিকে অন্য আরেক জনের মাধ্যমে ভিডিওটি ধারণ করান তিনি।

রিপার বক্তব্য অনুযায়ী, বাসটি আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের। এটি ঢাকা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ রুটে চলাচল করে। রাত্রিকালীন ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে এ ঘটনাটি কবে ঘটেছে- সে বি’ষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

ফাতেমাতুজ জোহরা রিপা জে’লার রামগঞ্জ উপজে’লা ছাত্রলীগের ছাত্রী বি’ষয়ক সম্পাদক। তার বাড়ি পৌরসভার বাঁশঘর এলাকায়। রামগঞ্জের একটি কলেজের ছাত্রী তিনি। বিভিন্ন সময়ে বি’তর্কি’ত কর্মকাণ্ডের জন্য আলোচনা ও সমালোচনার পাত্র হন রিপা।

বি’ষয়টি জানতে রোববার (২৩ জানুয়ারি) বিকেলে বেশ কয়েকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। রিপার অ’ভিযোগ ছিলো, বাসের এক যাত্রী স’রকারের ‘বদনাম’ করেছেন।

ভিডিওতে দেখা যায়- রিপা নামে ওই যাত্রী তার পাশ্ববর্তী সিটে বসা এক ব্যক্তিকে উত্তেজিত হয়ে হু’মকি দিয়ে বলেন, ‘সবগুলারে গ্রে’প্তার করাব। কতো বড় সাহস স’রকারের বদনাম বাসে বসে। এই তোরে একবারে শেষ করে ফেলব! স’রকারের বদনাম করস! বাসে বসে স’রকারের বদনাম করার সাহস হয় কী করে।’

‘স’রকার কী কইচ্চে তোরে? সম্পূর্ণ ভিডিও আমি কইরে রাখছি। তোরে একবারে শেষ কইরে ফেলব! একবারে হাত-পা ভাঙি দিব আমি।’

ভিডিওর শেষ পর্যায়ে তিনি বলেন, ‘এই বাসটা কুমিল্লা হয়ে ঢাকা যাবে। এটা আল আরাফা বাস। এরা বাসের মধ্যে স’রকারের সমালোচনা করছে। আমি বলেছি, তাই আমাকে এক বেটা মা’রতে উঠেছে। এরা আমার ও’পর আ’ক্রমণ করবে, হা’মলা করবে। এদের সবগুলারে গ্রে’ফতার করায়ে দিব। সবগুলারে আইনের আওতায় আনব। বাসের লাইট অফ করে দিয়ে হা’মলা করবে। একটা দু’র্ঘটনা ঘটাবে আমার সঙ্গে। আমি যেকোনো সময় হা’মলার শি’কার হবো। এরা সবাই আমারে মে’রে ফেলবে। আপনারা আমাকে হেল্প করেন। ’

এদিকে ফেসবুকে রিপার আরেকটি ভিডিও দেখা যাচ্ছে। ঘটনার পরদিন ভিডিওটি প্রচার করেন তিনি।
এ সময় আগের দিনের ঘটনার বি’ষয়ে তিনি বলেন, ‘আপনারা গতকাল বিকেলে আমার লাইভটা দেখেছেন। আমি রামগঞ্জ থেকে ঢাকায় আসার সময় কিছু লোকজন আমাদের দেশরত্ন শেখ হাসিনার বদনাম বলছিলো খুবই নোং’রা ভাষায়। আমি একজন ছাত্রলীগ কর্মী হিসেবে সহ্য করতে পারিনি, আমি প্র’তিবাদ করেছি। আমার প্র’তিবাদের পরে উত্তেজিত হয়ে পড়ে। বাসের মধ্যে যারা ছিল- সকলে আমার ধারণা জামায়াত-শিবির, বিএনপি ছিল। পরবর্তীতে ঘটনাস্থলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা পুলিশ পাঠিয়েছেন। পুলিশ ওনাদেরকে জি’জ্ঞাসাবাদ করেছে এবং ওনারা ক্ষমা চেয়েছেন। আমি ক্ষমা করে দিয়েছি। লাইভটা ডিলিট করে দেওয়ার জন্য পুলিশ বলেছে, লাইভটা ডিলিট করে দিয়েছি।’

তিনি বলেন, ‘যেখানেই স’রকারের বদনাম হবে, সেখানেই আমি প্র’তিবাদ করবো। আমার যা হবার হয়ে যাক। ’
এদিকে বাসে যে ব্যক্তির ও’পর রিপা ক্ষি’প্ত হয়েছেন- তারও একটি ভিডিও বার্তা প্রকাশ হয়েছে। ওই ব্যক্তির নাম এবং পূর্ণাঙ্গ পরিচয় জানা না গেলেও তিনি নিজেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, বাসের ওই নারী নিজেকে ভাইরাল করার উদ্দেশে এমন ঘটনা ঘটিয়েছেন।
অন্যদিকে, আগেও বেশ কয়েকবার বি’তর্কি’ত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন রিপা। ২০১৯ সালের ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ডাকসুর ভিপি নুরুল হক ও তার নেতাকর্মীদের ও’পর হা’মলা করে মুক্তিযু’দ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় রিপাকে লা’ঠিহাতে হা’মলা করতে দেখা যায়। তখন লা’ঠিহাতে রিপার ছবি ও ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি নিজেও তার ফেসবুক পেজে সেগুলো পোস্ট করেন।

এছাড়া গত বছরের ৬ এপ্রিল রামগঞ্জে শিক্ষকদের একটি সমাবেশের আয়োজিত মঞ্চে বসে পড়েন রিপা। এ সময় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলে ফেসবুকে লাইভে এসে কা’ন্নায় ভে’ঙে পড়েন। তখন বেশ আলোচিত এবং সমালোচিত হন তিনি। সূত্রঃ বিডি প্রতিদিন এবং বাংলা নিউজ২৪