শখের বশে পদ্মায় ফেললেন বড়শি, উঠলো ৮ কেজির চিতল

| আপডেট :  ২২ জানুয়ারি ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২২ জানুয়ারি ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ

শখের বশে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর লঞ্চঘাট এলাকায় বড়শি ফেললেন হাজারি নামে এক মৎস্য শিকারি। আর তার বড়শিতেই ধ’রা পড়লো আট কেজি ওজনের এক চিতল।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে পদ্মা নদীতে মাছটি ধ’রা পড়ে।

মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।জানা গেছে, দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে মৎস্য শিকারি হাজারি মাছটি ধ’রার পর বিক্রয়ের জন্য আনলে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১২৫০ টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন।

পরে তিনি কয়েক জায়গার ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ১৩০০ টাকা কেজি দরে ১০ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করেন।মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর লঞ্চঘাট এলাকায় এক শৌখিন মাছ শিকারির হাজারী বড়শিতে চিতলটি ধ’রা পড়ার।

খবর শুনে, আমি সন্ধ্যার আগে লঞ্চঘাটে গিয়ে মাছটি ১২৫০ টাকা কেজি দরে কিনে নিই। পরে কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করেছি।